প্রথমে abb-curation প্রজেক্ট, এরপরে Puss2bux প্রজেক্ট এবং সবশেষে steem-id প্রজেক্ট - পরপর এই তিনটি ইউটিলিটি আনার পরে আমাদের নেক্সট ইউটিলিটি আসছে । এই প্রজেক্টের নাম রাখা হয়েছে PUSSTEEM । এটা অনেকটা ইনভেস্টমেন্ট টাইপের প্রজেক্ট । আপনি একটা নির্দিষ্টি ওয়ালেটে কিছু $PUSS রাখবেন, এরপরে আপনার steemit একাউন্টে পোস্ট করলে আপনার PUSS ওয়ালেটের কিছু পরিমান $PUSS অটো বার্ন হয়ে যে energy জেনারেট হবে তা দ্বারা আপনার স্টিমিট পোস্টটি অটো বুস্ট হয়ে যাবে ।
এই প্রজেক্টটি চালু হওয়ার পরে ABB সহ আমার সকল কমিউনিটিতে ফ্রী curation সার্ভিসিটি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে । তার স্থানে
PUSSTEEM curation প্রজেক্ট জায়গা করে নেবে । PUSSTEEM curation সার্ভিস সম্পূর্ণরূপে non-profitable প্রজেক্ট । আপনার বার্ন করা $PUSS চিরকালের জন্য আপনার ওয়ালেটে লকড থাকবে ।
বিস্তারিত আসছে কিছুদিনের মধ্যেই ....