IMG-LOGO

ক্রিপ্টো মার্কেট।

tanay123 - 2025-09-16 19:12:39




|![pexels-tima-miroshnichenko-7567236.jpg](https://cdn.steemitimages.com/DQmV1r1fR7R9ibDAcJvWDajFUXsW573genjPZnvs1MVV39T/pexels-tima-miroshnichenko-7567236.jpg)[Source](https://www.pexels.com/photo/marketing-man-laptop-internet-7567236/)|
|-|


Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি।
তবে অনেকেই হয়ত ভালো নেই কারন তারা হয়ত অনেক দিন যাবত ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করেছেন অনেক দিন যাবত তবে আশানুরূপ কোনো রিটার্ন পাচ্ছেন না।

বুল রান, বুল রান এই কথা টা শুনতে শুনতে বিগত একটা বছর পার হয়ে গেলো প্রায়। তবে,
কোথায় সেই বুল রান। এই উত্তর টা হয়ত কারো র জানা নেই। ক্রিপ্টো মার্কেট সব সময় ঝুকিপূর্ণ।


প্রথমেই বলে রাখি, আমি বুল রান বা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ নই। তবে বর্তমান সময়ে এই বিষয়গুলো নিয়ে কম বেশি জানে না এমন মানুষ তো পাওয়া যাবে না, আমার জ্ঞানও তেমনটাই।

তাই আপনাদের সাথে কিছু কথা ভাগ করে নিতে চলেছি আজ, বলতে পারেন নিজস্ব অভিমত।
না, আমি ক্রিপ্টোতে ইনভেস্ট করেছি এমনটা নয় তবে ইনভেস্ট না করলে কি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকতে পারে না?
বিশেষ করে বিগত কয়েক মাস যাবত সবার মুখে যেভাবে বুল রানের কথা শুনছি সেখান থেকেই খানিক আগ্রহ।


|![pexels-worldspectrum-844124.jpg](https://cdn.steemitimages.com/DQma7yu9c7MNmXVHc2QFjnEHXd8kWLKu4K3NyhFyHFMCZfq/pexels-worldspectrum-844124.jpg)[Source](https://www.pexels.com/photo/ripple-etehereum-and-bitcoin-and-micro-sdhc-card-844124/)|
|-|


সত্যি কথা বলতে,
মার্কেট কখনও আমাদের সহজে প্রফিট দিবে না। একটা কথা প্রচলিত আছে -
আমরা যেটা ভাবি মার্কেট তার বিপরীত দিকে চলে!

কথাটা কিন্তু সত্যি,
আমরা যখন ভাবি এই বুঝি মার্কেট পাম্প করবে, এটা ভেবেই বিভিন্ন কয়েনে ইনভেস্ট করি ঠিক তখনই মার্কেট ডাউন হয়ে যায় আর আমরা লসের মধ্যে পড়ে যাই।

অন্য দিকে আমরা যখন চিন্তা করি, মার্কেট বোধহয় এবার ডাউন দিবে এবং তখন কয়েনগুলো কিনবো বা ইনভেস্ট করবো,
সেই মুহুর্তে মার্কেট উপরের দিকে যায় আর আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার সুযোগ পাই না।



অল্প বিদ্যা ভয়ংকরী।
অল্প বিদ্যা নিয়ে এই ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে আসলে লস হওয়ার সম্ভবনাই বেশি।
আমার মতো যারা শুধুমাত্র মার্কেটের ওঠা নামা দেখে যাই তাদের তো কোনো টেনশন নাই তবে যারা বড় বড় এমাউন্ট ইনভেস্ট করেছেন তাদের মধ্যে তো অনেকের রাতের ঘুম উড়ে গেছে।


|![pexels-martabranco-19840560.jpg](https://cdn.steemitimages.com/DQma2CrFHSeo87hBgXaxXeLnJa5iEHU3vf2cRdoaFv96XFH/pexels-martabranco-19840560.jpg)[Source](https://www.pexels.com/photo/golden-and-silver-coins-19840560/)|
|-|



সত্যি বলতে, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কথা ভিন্ন। তারা মার্কেট থেকে প্রফিট করবে। তবে অনেকেই আছে যারা শুধুমাত্র বুল রানের পাল্লায় পড়ে মার্কেটে ইনভেস্ট করেছে তারা পড়ে গিয়েছে বিপদে।


আজ থেকে ৬মাস আগের কথাই ধরুন না,
তখন মার্কেট যে পজিশনে ছিলো, বর্তমান সময়ে দাঁড়িয়ে মার্কেট আরও অনেকটাই ডাউনে আছে।
তাহলে তখন যারা ইনভেস্ট করেছিলো তারা যদি প্রফিট পেতে চায় তাহলে মার্কেট অনেকটাই পাম্প করতে হবে।


অনেকের হাজার হাজার ডলারের পোর্টফলিও কমতে কমতে আজ মাত্র কয়েকশত ডলারের এসে ঠেকেছে।
বড় বড় ইনভেস্টররাই মার্কেট নিয়ন্ত্রণ করে। তারা তাদের সুবিধা মতো করে মার্কেট পাম্প ও ডাম্প করায় আর সেই ফাঁদে পড়ে যায় ছোট ছোটো ইনভেস্টররা।

যাই হোক, কাল ইন্টারেস্ট রেট কার্ট হওয়ায় সম্ভবনা আছে৷ আমেরিকাতে যদি ব্যাংকে সুদের হার কমিয়ে আনে তখন মানুষ ব্যাংক থেকে টাকা তুলে সেগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আর তখন মার্কেট ভালো লেভেলের পাম্প করে।

সামনে বুলরান আসবে কিনা জানিনা তবে একটা কথা বলবো,
ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট ততটাই করা উচিত যেটা চলে গেলে সেই ধাক্কা সহ্য করা যায়। নিজের সবটুকু দিয়ে কখনও ইনভেস্ট করা বোকামি।