IMG-LOGO

বর্তমান ক্রিপ্টো মার্কেট!

tanay123 - 2025-03-08 18:17:33






![IMG_20250308_175254.jpg](https://cdn.steemitimages.com/DQmbPFRDxeKfJ7WmuRBzKecW9VvP27nyf5NdZr6ZwSXNVkb/IMG_20250308_175254.jpg)





![IMG_20250308_175237.jpg](https://cdn.steemitimages.com/DQmUX5rNMhnmvUGkAmhZRNTXjXSwcZeR4KbDNLKDQ3n9Fh5/IMG_20250308_175237.jpg)






আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। তবে সবাই যে ভালো আছে এমনটা বলবো না। বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের সময়টা হয়ত অনেক বেশি খারাপ যাচ্ছে। বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে ভয়াবহ অবস্থা সেটার সম্পর্কে কম বেশি ধারনা সকলেরই আছে।


সবাই হয়ত ক্রিপ্টো কারেন্সি মার্কেট সম্পর্কে খবরা খবর রাখেন না তবে অন্ততপক্ষে যারা স্টিম প্রাইজের দিকে খেয়াল রাখেন তাহলে অনেকটাই অনুমান করতে পারবেন মার্কেট সম্পর্কে।


সবাই যেখানে ধারণা করছে মার্কেট অনেক বেশি পাম্প করবে তাড়াতাড়ি তবে ঘটছে তার বিপরীত। প্রতিদিনই মার্কেট আরও বেশি ডাউন হচ্ছে। বিটকয়েন মাঝে মাঝে ভালোই পাম্প করছে কিন্তু অন্যান্য কয়েনগুলো ডাউন হয়েই চলেছে।

তাই যারা ট্রেডিং করে তারা অনেক বেশি চিন্তায় আছে মার্কেটের অবস্থা দেখে। মার্কেট কোন দিকে যাবে এটা কেউ বুঝতে পারছে না। সাধারণ মানুষ যেটা ভাবে, মার্কেট সব সময় তার উল্টো দিকে যায় আর বর্তমানে হচ্ছেও তাই!

যারা স্পট ট্রেডিং করে তাদের হয়ত খুব বেশি সমস্যা হচ্ছে না তবে যারা ফিউচার ট্রেড করে তাদের লিকুইডিটি শেষ হয়ে যাচ্ছে এবং লসের সম্মুখীন হচ্ছে।



![IMG_20250308_175444.jpg](https://cdn.steemitimages.com/DQmW2zJbW1UH5vEdsjCRZnRvRDCeTDeTHxUYnnr5ZwUP9o4/IMG_20250308_175444.jpg)



সত্যি বলতে, আমি কোনো ট্রেডার নই। তবে মাঝে মাঝে বিভিন্ন এক্সচেঞ্জারের অফারে যুক্ত হওয়ার কারনে কিছু কিছু এমাউন্টের টোকেন পেয়েছিলাম। তবে সেগুলোর মূল্য এখন অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে। যখন পেমেন্ট পেয়েছিলাম তখন একপ্রকার ইচ্ছে করেই সেল করিনি। তখন টাকার প্রয়োজন হচ্ছিলো না এজন্য সেই টোকেনগুলো ডলারে কনভার্ট করিনি আর ভেবেছিলাম হয়ত দাম বাড়বে।

তবে পূর্বের মূল্যের সাথে বর্তমান মূল্যের দামের অনেক ফারাক এখন। আমার কাছে ZRC কয়েন ছিলো ১১০ ডলার সমপরিমাণ তবে এখন সেটা ৬০ ডলার হয়ে গেছে। Duck কয়েন ৩০ ডলার থেকে ৬ ডলার, Soon কয়েন ২৫ ডলার থেকে ৩ ডলার, Fuel কয়েন ৫.৫ ডলার থেকে ১ ডলারে অবস্থান করছে বর্তমানে। এগুলো অধিকাংশই আমার ফ্রী তে পেয়েছিলাম তাই এগুলো নিয়ে ওতটাই চিন্তা করেনি তবে আজ Bitget এ ডুকে দেখলাম অবস্থা খারাপ।



![IMG_20250308_175345.jpg](https://cdn.steemitimages.com/DQmSMptomhKTgoeA6zN9DmZgpDsogwMxYxqsLH3nDbPC1ZP/IMG_20250308_175345.jpg)






![IMG_20250308_175319.jpg](https://cdn.steemitimages.com/DQmW9xfFTPqA48yAso3zVtmNVChUUAztHumLqsSQ5ShnYCt/IMG_20250308_175319.jpg)



আমি তো বর্তমানে বাইনান্স ওপেনই করি না। সব সময় শুধু লাল দেখি চারিদিকে। আমার বাইনান্স একাউন্টে স্টিম কয়েন রয়েছে আর সকলেই এর বর্তমান মূল্য সম্পর্কে জানেন। কিছু দিনে স্টিম মূল্য বেশ পাম্প করলেও বর্তমানে অনেক ডাউনে গিয়েছে। আমার কাছে Solv কয়েন ছিলো ২০+ ডলার তবে সেটা এখন ৫ ডলার, Dogs কয়েন ছিলো ৩৫ ডলার সেটার মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার, Cyber কয়েন ১৩ ডলার থেকে ৩ ডলার এবং Cati কয়েন ১৭ ডলার থেকে ২.৫ ডলার হয়েছে।




![IMG_20250308_175420.jpg](https://cdn.steemitimages.com/DQmc4Nzj9LW4zTGjjqy96pg3oSsWRu2DPpjsb5ZdMLxjqGK/IMG_20250308_175420.jpg)




এই ডলারগুলো আমার তোলার প্রয়োজন হচ্ছে না বলে এভাবেই রেখে দিয়েছি তবে জানি না কবে পাম্প করবে। সকলে বলছে, বুল রান আসবে তবে আমি মার্কেট সম্পর্কে এতটা বুঝি না। তবে সামান্য সামান্য মূল্যের ভিন্ন ভিন্ন কয়েন হোল্ড করে রাখা আমার শখ। যেগুলোর অনেক দাম বেড়ে গেলেও সেল করিনা। ইচ্ছে করেই রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। Binance web3 wallet এ বেশ কিছু ডলার রয়েছে যেগুলোও অনেকটা কমে গিয়েছে। সহজভাবে বলতে গেলে আমার কাছে যে ডলার ছিলো তার ৩ ভাগের এক ভাগ উধাও হয়ে গেছে। আজকে আমার এই পোস্ট করার উদ্দেশ্য হলো, আমার এই সামান্য এমাউন্ট থেকেও যদি এত লসে আসতে পারি তাহলে যারা ট্রেডিং করে, বিভিন্ন কয়েন কিনে রেখেছে তাদের কি অবস্থা হচ্ছে বর্তমানে। আশা করি, মার্কেট খুব তাড়াতাড়ি পাম্প করবে এবং সকলের মুখে হাসি ফুটবে!