IMG-LOGO

কিপ্টো মার্কেটের অবস্থা

sabus - 2025-03-07 10:47:30



|![IMG_20250307_160846.jpg](https://cdn.steemitimages.com/DQme4vQVrXH1niDyt9KvBLwVggXVu8mGhAQrX2H6rUShqyE/IMG_20250307_160846.jpg)|
|-|


যারা কিপ্টো মার্কেটের সাথে জড়িত আছে তারা জানে বর্তমানের মার্কেটের অবস্থা।। বিশেষ করে যারা ইনভেস্ট করেছে তারা আরো ভালোভাবে জানে মার্কেট বর্তমানে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ডিসেম্বর মাস থেকে মার্কেট যেন শুধু নিচের দিকেই যাচ্ছে।। এত বেশি যাচ্ছে যে মানুষের মধ্যে থেকে বিশ্বাস উঠে যাচ্ছে আদৌ এই মার্কেট ভালো কিছু করবে।।

|![IMG_20250307_160830.jpg](https://cdn.steemitimages.com/DQmczykPoStLcZZCJPow2pLfL9QrJBfmsTEphRXSRGDEH37/IMG_20250307_160830.jpg)|
|-|


সবার একটা বিশ্বাস ছিল ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে কিপ্টো মার্কেট অনেক ভালো একটা জায়গায় যাবে।। কিন্তু বর্তমান সময়ে মার্কেটের পরিস্থিতি দেখে অনেকেই মনে করছে ডোনাল্ড ট্রাম্প না আসাই ভালো ছিল।। আবার অনেকেই দেখতে ভয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে।।

|![IMG_20250307_160903.jpg](https://cdn.steemitimages.com/DQmNrTS7DtcLWPFrYhwLxN4kAcMMhxfySSTJSfmnhGjMcQo/IMG_20250307_160903.jpg)|
|-|


সেদিন এক ভাইয়ের একটা কমেন্ট পড়ে অনেক খারাপ লাগতেছিল।। সে তার বাসা থেকে টাকা নিয়েছিল বিজনেসের জন্য আর সেই টাকা সে কিপ্ত মার্কেটে ইনভেস্ট করে।। প্রায় পাঁচ লাখ টাকার মত এই মার্কেটিং ইনভেস্ট করে।। সে ভেবেছিল তার ৫ লাখ টাকা ১৫-২০ লাখ টাকায় রূপান্তরিত হবে।। কিন্তু মার্কেট এত বেশি নিচে নামতে ছিল সে অনেক বেশি ভয় পাচ্ছিল আর শেষ পর্যায়ে এসে মাত্র এক লাখ টাকায় তার অর্থ উঠিয়ে ফেলে।। শুধু কি এই ভাই?? এরকম অনেকে আছে তারা এরকমটাই করেছে।।




এই মার্কেটে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে।। সেটা হচ্ছে আপনি একটা কয়েক কিনেছেন আর কেনার পরে মার্কেট অনেক নিচে পড়ে গেছে।। তার মানে এই নয়, এটা আপনার লস কারণ যত সময় না আপনি সেই লস সেল করে বেরিয়ে আসবেন তত সময় সেটা আপনার লস না।। কারণ সেই কয়েনটা নিচের দিকে এসেছে তার মানে আর উপরে উঠবে না এরকমটা না।। আবার অনেক সময় আপনি কয়েন কেনার পর সেই কয়েনটা অনেক উপরে গেছে তার মানে আপনি লাভ করেছেন এরকমটা না,, কারণ যত সময় না আপনি লাভ বুক করবেন তত সময় সেটা আপনার না।।




সেজন্য আপনি যেটাই ইনভেস্ট করেছেন।। যদি আপনার কনফিডেন্স থাকে আর কয়েকটা যদি ফান্ডামেন্টাল অনেক ভালো হয় তাহলে সে কয়েন যতই নিচে পড়ে যাক না কেন একটা সময় সেই কয়েনটা আবার উপরে উঠে যাবে।। কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ মুহূর্তের মধ্যেই আপনাকে প্রফিট দিবে না।।




আজ মার্কেট অনেক ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে।। এত বেশি ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে যে মানুষের বিশ্বাস উঠে গেছে।। কোনভাবেই বিশ্বাস পাচ্ছে না মার্কেট ভালো কিছু করবে।। কিন্তু হ্যাঁ মার্কেট আবারো ভালো জায়গায় যাবে কিন্তু কিছুটা সময় নিবে।। আজকে রাতে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং আছে, যেখানে বড় বড় ইনভেস্টার বড় বড় কোম্পানির মালিকেরা থাকবে। সেখানে কিপ্টো মার্কেট নিয়ে অনেক আলোচনা হবে আজকে রাতে বোঝা যাবে মার্কেট পরিস্থিতি।।




যদি সবকিছু মিলিয়ে ভালো কোন সংবাদ উঠে আসে তাহলে মার্কেট আবারো ভালো একটা পজিশনে যাবে।। আর যদি খারাপও নিউজ আসে, তার মানে যে উপরে উঠবে না এরকমটা না,, তখন কিছুটা সময় নেবে।। তাই আমি বলব আপনারা যারা ইনভেস্ট করেছেন অবশ্যই ধৈর্য রাখবেন।। আপনার কয়েনটা যদি ভাল হয় আপনাকে ভালো কিছু দিবে।।

> Binance থেকে স্ক্রিনশট নেওয়া